২৩/৫/২০২৪ তারিখে সিভিল সার্জন কনফারেন্স রুমে, অনুষ্ঠিত হলো জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্যবর সিভিল সার্জন, ডা. ফারহানা আহমেদ। উক্ত সভায় উপস্থিত ছিলেন ১০০ শয্যা জেলা হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. এ. এন.এম. মিজানুর রহমান, উপস্থিত ছিলেন সকল উপজেলার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা/তাদের প্রতিনিধিগন। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ। এ সময় সিভিল সার্জন মহাদয় মাঠ পর্যায়ের কাজকে আরো বেগবান করার পরামর্শ দেন, ইপিআই টিকাকে সঠিক সময়ে, সঠিক বাচ্চাকে খোঁজে খোঁজে বের করে টিকা দেয়ার পরামর্শ দেন। যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সকলকে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া যথাসময়ে সকল ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীকে হাসপাতালে উপস্থিত থেকে রোগির প্রতি যত্নবান হয়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস