দপ্তর প্রধান : সিভিল সার্জন
নরসিংদী পৌর সভার বিলাসদী মহল্লায় অবস্থিত। এটি স্বাস্থ্য বিভাগের জেলা পর্যয়ের প্রধান দপ্তর। এই দপ্তর অত্র জেলার ২টি জেলা হাসপাতাল, ৫টি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, ১৮টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ২০৭ টি কমিউনিটি ক্লিনিক এবং মাঠ পর্যয়ের কার্যক্রম প্রত্যক্ষ/পরোক্ষভাবে নিয়ন্ত্রন করে থাকে। এ জেলার সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরষ্কার 2017 অর্জন করে এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রী পুরষ্কার 2017 অর্জন করে। উল্লেখ্য যে,সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালহাসপাতাল একাধারে 3(তিন) বছর স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরষ্কার অর্জন করেন । স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে নরসিংদী সিভিল সার্জন অফিস বদ্ধ পরিকর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস