Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

২২)আমাদের সম্পর্কে>>অফিস সম্পর্কীয়>>সাম্প্রতিক র্কামকান্ড :

১।সিভিল সার্জন অফিসের ৩য় তলায় কনফারেন্স রুম নির্মান।

২। নরসিংদী সদর হাসপাতালে শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিদের নিকট হতে প্রাপ্ত অনুদানের বিবরণী

ক্রমিকনং

দানশীলব্যক্তি/ প্রতিষ্ঠানেরনাম

অনুদানেরপরিমান

মূল্য

মন্তব্য

  1.  

সুরেশ খাঁটি সরিষার তৈল

ক) হাসপাতালে জরুরী বভিাগের সম্মুখে রোগীদের বসার জন্য প্লাষ্টিকের চেয়ার ৫০টি

খ)কর্মকর্তাদের সবারজন্য রিভলবিং চেয়ার ২টি

গ) জরুরী বিভাগের টেবিল ১টি ওরোগী পরীক্ষা করার টেবিল ২টি ও কাঠের চেয়ার ১৫টি

ঘ) জরুরী বিভাগ ও ওটিতে উচ্চক্ষমতা সম্পন্ন আইপিএইচ প্রদান

ঙ) ল্যাপটর ১টি

চ) বর্তমানে ১০ বেড সম্পন্ন ডায়রিয়া ওয়ার্ড তৈরিকরেছেন

 

৫,০০,০০০/-

 

 

১০,০০,০০০/-

প্রতি বৎসর গরীব দুস্থরোগীদের মাঝে ঔষধ বিতরণ করেন।

  1.  

হাসপাতালের সকল চিকিৎসকগন

হাসপাতালের সকল চিকিৎসকগন এবং নরসিংদীর প্রাক্তনসিভিল সার্জন ডাঃ পুতুলরায় এবং সিভিলসার্জনের পরিবারের সদস্যগন সম্মিলিতভাবে হাসপাতালের শিশু ওয়ার্ড রেনুভেশন করেছেন।

 

৪,০০,০০০/-

 

  1.  

নরসিংদী চেম্বার অব কমার্স

নরসিংদী চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবদুল্লা আল মামুন নিজে এবং চেম্বার অব কমার্সেরস দস্যগনের সম্মিলিত সহযোগীতায় হাসপাতালের পুরুষ ওয়ার্ড আধুনিকায়ন ও রেনুভেশন করেছেন।

 

৪,০০,০০০/-

 

  1.  

নরসিংদী শিল্প মালিক সমিতি

নরসিংদী টেক্সটাইল শিল্প মালিক সমিতি ১২ টি সিসি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং ডিসপ্লেকরনের জন্য ৩২ ইঞ্চি ১টি সনি টিবি অনুদান প্রদান করেন।

 

১,৫০,০০০/-

 

  1.  

সদর উপজেলা চেয়ারম্যান

নরসিংদী সদর হাসপাতালরে নামের সাইন র্বোড নিয়িনসাইন একটি সুর্দশন সাইন র্বোড গেইটে স্থাপন করে দেনে।২০টি যমুনা সিসিং ফ্যান ও রোগীদরে বসার জন্য ১০টি আর.এফ.এল এর প্লাস্টকি ম্যাজকিবঞ্চে।

 

১,৩২,০০০/-

 

  1.  

সাবেক ৫নং ওয়ার্ডের কমিশনার

সাবেক ৫নং ওয়ার্ডের কমিশনার আঃকাদের সাহেবের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দিন জিয়া নরসিংদী সদর হাসপাতালের ইমারজেন্সির জন্য ২টি ন্যাবুলাইজার মেশিন, ২টি ব্লাড প্রেসার মেশিন ও ১টি গ্লকোমিটার অনুদান হিসাবে হস্তান্তর করেন।

 

২০,০০০/-

 

  1.  

রোগী কল্যাণ সমিতির ফান্ড বৃদ্ধিকরণ

ডাঃসুলতানারাজিয়া, সিভিল সার্জন নরসিংদী মহোদয় এবং বেশিরভাগ চিকিৎসকগণ প্রত্যকে ১০হাজার টাকা করে অনুদান দিয়ে আজীবন রোগীকল্যাণ সমিতির সদস্য হয়ে আর্তমানবতার পাশে দাড়িয়েছেন তাছাড়া ১জন ব্রাদার ও ১০হাজার টাকা অনুদান দিয়েছেন।

 

 

 

  1.  

পয়ঃজনিং সেড

মোঃমাহবুবুর রহমান মনির

১,০০,০০০/-

 

 

 

৩। ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন।