২২)আমাদের সম্পর্কে>>অফিস সম্পর্কীয়>>সাম্প্রতিক র্কামকান্ড :
১।সিভিল সার্জন অফিসের ৩য় তলায় কনফারেন্স রুম নির্মান।
২। নরসিংদী সদর হাসপাতালে শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিদের নিকট হতে প্রাপ্ত অনুদানের বিবরণী
ক্রমিকনং |
দানশীলব্যক্তি/ প্রতিষ্ঠানেরনাম |
অনুদানেরপরিমান |
মূল্য |
মন্তব্য |
|
সুরেশ খাঁটি সরিষার তৈল |
ক) হাসপাতালে জরুরী বভিাগের সম্মুখে রোগীদের বসার জন্য প্লাষ্টিকের চেয়ার ৫০টি খ)কর্মকর্তাদের সবারজন্য রিভলবিং চেয়ার ২টি গ) জরুরী বিভাগের টেবিল ১টি ওরোগী পরীক্ষা করার টেবিল ২টি ও কাঠের চেয়ার ১৫টি ঘ) জরুরী বিভাগ ও ওটিতে উচ্চক্ষমতা সম্পন্ন আইপিএইচ প্রদান ঙ) ল্যাপটর ১টি চ) বর্তমানে ১০ বেড সম্পন্ন ডায়রিয়া ওয়ার্ড তৈরিকরেছেন |
৫,০০,০০০/-
১০,০০,০০০/- |
প্রতি বৎসর গরীব দুস্থরোগীদের মাঝে ঔষধ বিতরণ করেন। |
|
হাসপাতালের সকল চিকিৎসকগন |
হাসপাতালের সকল চিকিৎসকগন এবং নরসিংদীর প্রাক্তনসিভিল সার্জন ডাঃ পুতুলরায় এবং সিভিলসার্জনের পরিবারের সদস্যগন সম্মিলিতভাবে হাসপাতালের শিশু ওয়ার্ড রেনুভেশন করেছেন। |
৪,০০,০০০/- |
|
|
নরসিংদী চেম্বার অব কমার্স |
নরসিংদী চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবদুল্লা আল মামুন নিজে এবং চেম্বার অব কমার্সেরস দস্যগনের সম্মিলিত সহযোগীতায় হাসপাতালের পুরুষ ওয়ার্ড আধুনিকায়ন ও রেনুভেশন করেছেন। |
৪,০০,০০০/- |
|
|
নরসিংদী শিল্প মালিক সমিতি |
নরসিংদী টেক্সটাইল শিল্প মালিক সমিতি ১২ টি সিসি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং ডিসপ্লেকরনের জন্য ৩২ ইঞ্চি ১টি সনি টিবি অনুদান প্রদান করেন। |
১,৫০,০০০/- |
|
|
সদর উপজেলা চেয়ারম্যান |
নরসিংদী সদর হাসপাতালরে নামের সাইন র্বোড নিয়িনসাইন একটি সুর্দশন সাইন র্বোড গেইটে স্থাপন করে দেনে।২০টি যমুনা সিসিং ফ্যান ও রোগীদরে বসার জন্য ১০টি আর.এফ.এল এর প্লাস্টকি ম্যাজকিবঞ্চে। |
১,৩২,০০০/- |
|
|
সাবেক ৫নং ওয়ার্ডের কমিশনার |
সাবেক ৫নং ওয়ার্ডের কমিশনার আঃকাদের সাহেবের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দিন জিয়া নরসিংদী সদর হাসপাতালের ইমারজেন্সির জন্য ২টি ন্যাবুলাইজার মেশিন, ২টি ব্লাড প্রেসার মেশিন ও ১টি গ্লকোমিটার অনুদান হিসাবে হস্তান্তর করেন। |
২০,০০০/- |
|
|
রোগী কল্যাণ সমিতির ফান্ড বৃদ্ধিকরণ |
ডাঃসুলতানারাজিয়া, সিভিল সার্জন নরসিংদী মহোদয় এবং বেশিরভাগ চিকিৎসকগণ প্রত্যকে ১০হাজার টাকা করে অনুদান দিয়ে আজীবন রোগীকল্যাণ সমিতির সদস্য হয়ে আর্তমানবতার পাশে দাড়িয়েছেন তাছাড়া ১জন ব্রাদার ও ১০হাজার টাকা অনুদান দিয়েছেন। |
|
|
|
পয়ঃজনিং সেড |
মোঃমাহবুবুর রহমান মনির |
১,০০,০০০/- |
|
৩। ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস